- বাংলাদেশ
- এসএসসি ৮৮ বিডি ফেসবুক গ্রুপ ও ওয়েব পোর্টাল উদ্বোধন
এসএসসি ৮৮ বিডি ফেসবুক গ্রুপ ও ওয়েব পোর্টাল উদ্বোধন

সারাদেশের 'এসএসসি ব্যাচ-১৯৮৮' চলতি বছরের ৬ জুলাই একটি বন্ধুকেন্দ্রীক সংগঠন গঠন হয়। পরবর্তীতে 'বন্ধুত্বের জয়যাত্রায় এসো মিলি প্রাণের টানে' স্লোগানে 'এসএসসি ৮৮ বিডি' নাম দিয়ে একটি ফেসবুক গ্রুপ খোলা হয়। ডিজিটাল যুগের চাহিদাকে মাথায় রেখে একটি ওয়েব পোর্টাল তৈরিরও সিদ্ধান্ত আসে, যেখানে সদস্য বন্ধুদের একটা ডাটাবেজ তৈরির সুযোগ রয়েছে। এই ওয়েব পোর্টালের মাধ্যমে একে অপরের সাথে সামাজিক নেটওয়ার্ক সৃষ্টি ছাড়াও সহযোগিতা এবং সহমর্মিতার হাতকে প্রসারিত ও শক্তিশালী করা হবে বলে এসএসসি ৮৮ বিডির সদস্যরা জানান। তারা জানান, দৈনন্দিন কাজের শত ব্যস্ততার মাঝেও এই সম্পর্ক ভার্চুয়ালি সদস্যদেরকে সব সময় সংযুক্ত রাখবে।
এই ওয়েব পোর্টাল এবং গ্রুপের অ্যাডমিন প্যানেলের পরিচিতি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় হোটেল গ্রেস২১ স্মার্ট-এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে ওয়েব পোর্টাল উদ্বোধন করা হয়। বেশ কয়েকটি সামাজিক উদ্যোগের কথা বিবেচনায় রেখে সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে। এই সংগঠনের উদ্দেশ্য হবে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং দেশাত্মবোধের আকুলতায় উজ্জীবিত হওয়া। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন