সাংবাদিক নির্যাতন
ঢাকা কলেজের ৬ ছাত্রলীগ কর্মী হল থেকে বহিষ্কার

ঢাকা কলেজের হল থেকে বহিষ্কার ৬ ছাত্রলীগ কর্মী। ছবি-সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ১৩:১৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ১৩:১৬
ঢাকা কলেজের হলে সাংবাদিক নির্যাতনের ঘটনা তদন্তে প্রমাণিত হওয়ায় ছয় ছাত্রলীগ নেতাকর্মীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবারের মধ্যে বহিষ্কৃতদের হল থেকে বের করে দেওয়ার জন্য হল কমিটিকে নির্দেশনা দিয়েছে কলেজ প্রশাসন। বুধবার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ।
তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্লেষণ করে ছয়জনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে পদক্ষেপ নিতে হল কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের কোন ঘটনা যাতে না ঘটে সে জন্যও হল কমিটিকে সতর্ক করার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর বুধবার ঢাকা কলেজের শহীদ মো. ফরহাদ হোসেন ছাত্রাবাসে ডেইলি বাংলাদেশের কলেজ প্রতিনিধি ফয়সাল আহমেদকে মারধর করে ঢাকা কলেজ ছাত্রলীগের কিছু কর্মী। এ নিয়ে অনলাইন মাধ্যমসহ জাতীয় গণমাধ্যমে নিউজ হওয়ায় ঢাকা কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ও বাংলা ট্রিবিউনের কলেজ প্রতিনিধি ওবাইদুর সাঈদকে আটকে রাখে নির্যাতন চালান অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর রাতে ছয়জনকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপরে কলেজ প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তারা মঙ্গলবার প্রতিবেদন জমা দেন।
- বিষয় :
- ঢাকা কলেজ
- সাংবাদিক নির্যাতন
- ছাত্রলীগ
- বহিষ্কার