ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের মৃত্যু

সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের মৃত্যু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০ | ১০:৫৬

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি.... রাজিউন)। দীর্ঘদিন ধরে রোগশয্যায় ছিলেন তিনি। 

শনিবার সকালে অবস্থার গুরুতর অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতরুজ্জামান বাচ্চু জানিয়েছেন, রোববার বাদ জোহর ময়মনসিংহ ঈদ ময়দানে প্রথম জানাজার পর জন্মস্থান মুক্তিগাছায় নেওয়া হবে মোশাররফ হোসেনের মরদেহ। সেখানে বাদ আসর খেলার মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক সচিব মোশাররফ হোসেন বিএনপিতে যোগ দিয়ে ১৯৯৬ সালে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে পুনর্নির্বাচিত হয়ে ২০০৫ সাল পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

×