- বাংলাদেশ
- এবি ব্যাংকের সাবেক তিন কর্মকর্তাসহ চারজনের কারাদণ্ড
টাকা আত্মসাতের মামলা
এবি ব্যাংকের সাবেক তিন কর্মকর্তাসহ চারজনের কারাদণ্ড

পৌনে চার কোটি টাকা আত্মসাতের দায়ে এবি ব্যাংকের সাবেক তিন কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মেসার্স ওয়ান থ্রেড অ্যান্ড এক্সেসরিজ ও বুশরা অ্যাসোসিয়েটসের মালিক খন্দকার মেহমুদ আলম (নাদিম), এবি ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার ব্যবস্থাপক আবু সালেহ মো. আব্দুল মাজেদ, মহাখালী করপোরেট শাখার ব্যবস্থাপক এএলএম বদিউজ্জামান ও একই শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ফারুক আহাম্মেদ ভুঁইয়া।
খন্দকার মেহমুদ আলমকে আট বছরের কারাদণ্ড, দুই কোটি টাকা জরিমানা, এ ছাড়া অপর দুটি ধারায় চার বছর ও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিভিন্ন ধারার সাজা একসঙ্গে চলবে বলে জানিয়েছেন আদালত। আবু সালেহ মো. আব্দুল মাজেদকে সাত বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। এএলএম বদিউজ্জামান এবং ফারুক আহাম্মেদ ভুঁইয়াকে পাঁচ বছর করে কারাদণ্ড, ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন