তিন দশক আগে ১৯৮৯ সালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এলাকায় সগিরা মোর্শেদ সালাম হত্যা মামলার আসামি মারুফ রেজার বিচার শিশু আদালতে করার নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার 'আবেদনটি উত্থাপিত হয়নি' মর্মে খারিজের এই আদেশ দেন। আদালতে আসামি মারুফ রেজার পক্ষে শুনানি করেন আইনজীবী দেওয়ান আব্দুন নাসের।

১৯৮৯ সালের ২৫ এপ্রিল নিহত হন গৃহবধূ সগিরা মোর্শেদ সালাম। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুস সালাম চৌধুরী রমনা থানায় মামলা করেন। ১৯৯১ সালের ১৭ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালত।

এরপর মামলাটিতে সাতজনের সাক্ষ্য নেওয়া হয়। এই সাক্ষ্য গ্রহণকালে ঘটনার সঙ্গে মারুফ রেজা নামের এক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে আদালত মামলাটি আরও তদন্তের নির্দেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন মারুফ রেজা। এতে ওই বছরের ২ জুলাই হাইকোর্ট মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন।

মারুফ রেজা ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নিকটাত্মীয়। এরপর দীর্ঘ ২৮ বছর পর মামলার বিচারকাজ স্থগিত থাকার পর গত বছর হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিতাদেশ প্রত্যাহার করেন। পাশাপাশি পিবিআইকে তদন্তের নির্দেশও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তদন্ত শেষে নিহত সগিরার স্বামীর বড় ভাইসহ চার আসামির বিরুদ্ধে গত ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই। যার পরিপ্রেক্ষিতে বিচারিক আদালতে মামলাটির বিচার চলছে।