- বাংলাদেশ
- বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত রাবি ছাত্র আনোয়ারুল
বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত রাবি ছাত্র আনোয়ারুল

আনোয়ারুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র আনোয়ারুল ইসলাম ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য ৮ লক্ষাধিক টাকার প্রয়োজন।
আনোয়ারুল এর আগে একবার ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেসময় তার চিকিৎসায় ১২ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। ডাক্তাররা তাকে ফের চেন্নাইয়ে গিয়ে দ্রুত রেডিওথেরাপি ও কেমোথেরাপি দিতে পরামর্শ দিয়েছেন। এজন্য ৮ লক্ষাধিক টাকার প্রয়োজন।
আনোয়ারুলের বাড়ি লারমনিরহাট জেলার আদিতমারী। তার বাবা একজন দিনমজুর। বসতভিটার ৩ শতক জমি ছাড়া তাদের আর কোনো সম্পত্তি নেই। দুই ভাই ও একবোনের মধ্যে আনোয়ারুল ছোট।
দরিদ্র পরিবারের সন্তান আনোয়ারুল ছোট থেকেই নিজে অর্থ জোগাড় করে পড়ালেখা করছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একটি বেসরকারি ব্যাংক থেকে পাওয়া বৃত্তির টাকা দিয়ে ও টিউশনি করে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।
আনোয়ারুল জানান, চলতি বছরের ১৯ মার্চ তার ফুসফুসের টিউমার অপারেশন করা হয়। তার ডানদিকের ফুসফুসের তিনটি স্তরের দুটি স্তর কেটে ফেলা হয়। অস্ত্রোপচারের পর কেটে নেওয়া টিউমারের বায়োপসি পরীক্ষায় ক্যান্সার ধরা পড়ে। জুন মাসে ফলো আপ রিপোর্ট ভালো ছিল। কিন্তু অক্টোবরে দ্বিতীয় ফলোআপে তার অবস্থার অবনতি হয়। ডাক্তাররা তাকে ফের চেন্নাইয়ে গিয়ে চিকিৎসা করাতে পরামর্শ দেন।
ভারতের চিকিৎসকের বরাত দিয়ে আনোয়ারুল বলেন, চিকিৎসকরা মেডিকেল বোর্ড গঠন করে প্রথমে রেডিওথেরাপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রেডিওথেরাপিটি টানা ৬ সপ্তাহ প্রতিদিন ১ ঘণ্টা করে দিতে হবে। এজন্য আনুমানিক সাড়ে ৩ লাখ টাকা ব্যয় হবে। রেডিওথেরাপির পর সিটি স্ক্যান করে কেমোথেরাপি দিতে হবে। প্রতিটি কেমোথেরাপিতে খরচ হবে প্রায় ৩৫ হাজার রুপি।
আনোয়ারুল বলেন, দরিদ্র পরিবারের সন্তান হওয়ার পরও দরিদ্রতার কাছে কখনও হারিনি। নিজে লড়াই করে গেছি। পড়ালেখার খরচ নিজেই গুছিয়েছি। বাবার পক্ষে আমাকে পড়ানো সম্ভব ছিল না। এই অসুস্থতার মধ্যেও এখনও টিউশনি করিয়ে নিজের খরচ চালাচ্ছি। আমি জীবনযুদ্ধে হারতে চাই না, কিন্তু অর্থের অভাবে হয়তো এবার অদৃশ্য ক্যান্সারের কাছে হেরে যাব। হেরে যাবে আমার ও আমার পরিবারের শত স্বপ্ন।
আনোয়ারুল বাঁচতে চান। ফিরতে চান তার স্বাভাবিক জীবনে। সেজন্য তিনি সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।
তাকে সাহায্য পাঠানো যাবে-
বিকাশ: ০১৭৯২০০৮৮৬৯ (পার্সোনাল), রকেট: ০১৭৯৬০৩৭৭৫০ (পার্সোনাল) নগদ: ০১৮৭১৪৪৯৯৭৪ (পার্সোনাল)
ব্যাংক অ্যাকাউন্ট
মো. আনোয়ারুল ইসলাম
সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ৫২০১৯০১০১৮৭০২
আদিতমারী শাখা, লালমনিরহাট
ব্যাংক অ্যাকাউন্ট
মো. আনোয়ারুল ইসলাম
ডিবিবিএল অ্যাকাউন্ট নম্বর ২৯৪১৫১০০০৭৯৮৫
লালমনিরহাট শাখা
এছাড়াও এ বিষয়ে যোগাযোগ করা যাবে রাবির নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম ফারুক সরকারের সঙ্গে। তার সঙ্গে যোগাযোগ করা যাবে ০১৭১২৬৮২৮৩৮ নম্বরে।
মন্তব্য করুন