- বাংলাদেশ
- এইচএসসির ফলের আগে শিক্ষার্থী ভর্তি নয়: ইউজিসি
এইচএসসির ফলের আগে শিক্ষার্থী ভর্তি নয়: ইউজিসি

ফাইল ছবি
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষার ফল প্রকাশের আগে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)
বুধবার ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর উচ্চ মাধ্যমিক বা সমমানের পাবলিক পরীক্ষার ফল এখনও প্রকাশিত হয়নি। তবুও কমিশন অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় পরীক্ষার ফল প্রকাশের আগেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে। ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোনও সুযোগ নেই।
অভিযোগ রয়েছে, কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগেই আগাম শিক্ষার্থী ভর্তি শুরু করেছে, শিক্ষা কার্যক্রমও শুরু করেছে তারা। এমন পরিস্থিতিতে ইউজিসি এই নির্দেশনা দিলো।
মন্তব্য করুন