একদিকে করোনা অন্যদিকে বৃষ্টির কারণে দেশে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালীতে ফুল চাষাবাদ বিপর্যস্ত হয়ে পড়েছে। বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছেন তারা। এ অবস্থায় ফুল চাষীদের পাশে দাঁড়িয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও মিশন সেভ বাংলাদেশ ফাউন্ডেশন। গতকাল শুক্রবার তিনশ ফুল চাষীর মাঝে ১০ দিনের খাবার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ডিসিসিআই এর এগ্রো স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, ডিসিসিআই এর এগ্রো স্ট্যান্ডিং কমিটির সদস্য আবু বকর মো. সিদ্দিকী, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির (বিএফএস) সভাপতি মো. আব্দুর রহিম, ফ্লাওয়ার গ্রোথ সোসাইটি অব বাংলাদেশের (এফজিএসবি) সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ও ঝিকরগাছা থানার ওসি মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

ডিসিসিআই এর এগ্রো স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মো. বিল্লাল হোসেন বলেন, সকল সময়ে ব্যবসায়ীদের পাশে আছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ফলু চাষীদের পাশে অতীতেও ডিসিসিআই পাশে ছিল, ভবিষ্যতেও সহায়তা কর্যক্রম অব্যাহত থাকবে।