- বাংলাদেশ
- মাছ ধরে, সেলাই করে অবসর কাটান প্রধানমন্ত্রী!
মাছ ধরে, সেলাই করে অবসর কাটান প্রধানমন্ত্রী!

ছবি সালমান এফ রহমানের ফেসবুক পেজ থেকে নেওয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর একটি ছবিতে দেখা যায়, তিনি বড়শি দিয়ে মাছ ধরছেন; অন্যটিতে সেলাইয়ের কাজ করছেন তিনি।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করেন। এর পরপরই তা ছড়িয়ে পড়ে।
শনিবার সন্ধ্যায় ছবি দুটি পোস্ট করে ছবির ক্যাপশনে সালমান এফ রহমান লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ।’
পোস্টে তিনি আরও লিখেছেন, ‘প্রধানমন্ত্রী সফলভাবে ১৭ কোটি বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করেছেন। ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছেন। এত কিছুর মাঝেও তিনি তার অবসর সময়ে রান্না করা, মাছ ধরা আর সেলাই উপভোগ করেন।’
মন্তব্য করুন