বিজয়ের মাসে সূর্যোদয়ের দেশ থেকে আবারও সুখবর এলো। আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (আইবিও) চ্যালেঞ্জের দলগত প্রকল্প প্রতিযোগিতায়ও বিজয় ছিনিয়ে আনল টিম বাংলাদেশ। রোববার এ জয়ের খবর আইবিও ২০২০-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তাসনিম বিনতে জুলফিকার, রাফসান রহমান রায়ান এবং আবরার জামিল ও তাদের দল যথাক্রমে 'দি অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স', 'দি ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অ্যাওয়ার্ড' এবং 'মেকিং গ্রেট সেন্স' অ্যাওয়ার্ড লাভ করেছে। তবে সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে পুরস্কার জিতে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের প্রতিযোগী আবরার জামিল ও তার দল। জিনোম এডিটিং, জীববৈচিত্র্য ও সমুদ্র এবং বায়ো সেন্সর ডিজাইন আইডিয়া দিয়ে এ জয় পায় এই তিন শিক্ষার্থী।

আইবিও চ্যালেঞ্জের একই প্ল্যাটফর্ম থেকে আয়োজিত হয় জীববিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক দলগত প্রকল্প বা গ্রুপ প্রজেক্ট প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায়ও বাংলাদেশের চার প্রতিযোগী অংশ নেয়। সেপ্টেম্বর মাসজুড়ে শিক্ষার্থীরা প্রকল্প তৈরি ও জমা দেয়। সংক্রামক ব্যাধি, জীববৈচিত্র্য ও সমুদ্র, জিনোম এডিটিং এবং জৈব-অভিব্যক্তি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বের ৪৯টি দল এতে অংশ নেয়। এক দলে একাধিক প্রতিযোগীর অংশ নেওয়ার সুযোগ না থাকায় বাংলাদেশের চার শিক্ষার্থী চারটি দলের হয়ে প্রতিযোগিতায় যোগ দেয়।

'সূর্যোদয়ের দেশে হোক নতুন সূর্যোদয়' স্লোগানে এ বছর জীববিজ্ঞান উৎসবের যাত্রা শুরু হয়েছিল। এর ধারাবাহিকতায় গত ১১ ও ১২ আগস্ট আইবিও চ্যালেঞ্জে অংশ নেয় বাংলাদেশের চার মেধাবী। এতে দুটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। বৈশ্বিক করোনা মহামারির কারণে আয়োজনটি সম্পূর্ণভাবে অনলাইনে হয়।

এবারের আসরে বিশ্বের ৯৫টি দেশের ৩৯০ শিক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া গত বছর অনুষ্ঠিত ৩০তম আইবিওতে বাংলাদেশ তিনটি ব্রোঞ্জ পদক লাভ করেছিল। এবারও সূর্যোদয়ের দেশ থেকে সাফল্যের আশায় বুক বেঁধেছিল টিম বাংলাদেশ। অপেক্ষার পালা শেষে আসে ধারাবাহিক বিজয়। এবার অতিরিক্ত পাওয়া প্রকল্প প্রতিযোগিতায় বিজয়।

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) এবং সমকালের যৌথ উদ্যোগে প্রতিবছর আয়োজিত হয় বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব। এতে সহযোগী হিসেবে রয়েছে কথাপ্রকাশ, ল্যাববাংলা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি।

বিষয় : আইবিও চ্যালেঞ্জ আইবিও

মন্তব্য করুন