- বাংলাদেশ
- শেষ হলো পুলিশ কমিশনার্স টেনিস টুর্নামেন্ট
শেষ হলো পুলিশ কমিশনার্স টেনিস টুর্নামেন্ট

ডাবলসে তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো পুলিশ কমিশনার্স টেনিস টুর্নামেন্ট-২০২০। আর এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশিকুর রহমান ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলম।
প্রতিযোগিতায় ডিএমপি'র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সোমবার সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাংলাদেশ পুলিশ টেনিস গ্রাউন্ডে ডাবলসে চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম।
প্রথম দুই সেট ১-১ ব্যবধানে ড্র হওয়ায় খেলা গড়ায় ৩য় সেটে। ৩য় সেটেই নির্ধারিত হয় জয়-পরাজয়। ডাবলসে রানার্সআপ হয় সদরদপ্তর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান ও উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ। মঙ্গলবার একই স্থানে অনুষ্ঠিত সিঙ্গেলের চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কাউন্টার টেরোরিজম বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মো. ইলিয়াস শরীফ। রানার্সআপ হয় লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার চ্যাম্পিয়ন, রানার্সআপ ও খেলায় অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, আমি নিয়মিত টেনিস খেলতাম। করোনার এই সময় আমাদের সাবধানে থাকা ভাল। যারা খেলাধুলা করেন, ফিট থাকেন তাদের কাবু হওয়ার সম্ভাবনা কম থাকে।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন