ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

জাতীয় উপকূল সংলাপে বক্তারা

নদী-সাগর-পাহাড়ও দখল করছে রাজনৈতিক নেতারা

নদী-সাগর-পাহাড়ও দখল করছে রাজনৈতিক নেতারা

সোমবার জাতীয় প্রেস ক্লাবে উন্নয়ন সংস্থা লিডার্স ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান) আয়োজিত ‘উপকূলের মানুষের ইশতেহার’ শীর্ষক জাতীয় উপকূল সংলাপে বক্তারা -ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১৩:৫৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১৩:৫৩

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলের মানুষ। বিদেশ থেকে ভিক্ষা করে জলবায়ু তহবিল আনা হচ্ছে। কিন্তু সেই তহবিলের টাকা লুটপাট হয়ে যাচ্ছে। নদী-সাগর-পাহাড়ও দখল করছে রাজনৈতিক নেতারা।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে উন্নয়ন সংস্থা লিডার্স ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান) আয়োজিত ‘উপকূলের মানুষের ইশতেহার’ শীর্ষক জাতীয় উপকূল সংলাপে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহারে উপকূলের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার তুলে ধরার ঘোষণা দেন সরকার ও বিরোধী দলের নেতারা।

সংলাপে সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, নির্বাচনী ইশতেহার রাজনৈতিক দলের লিখিত দলিল। এবারের ইশতেহারে জলবায়ু ইস্যু লিপিবদ্ধ করলে এটা বড় অর্জন হবে। বিরোধী দলগুলোকে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।

আগামীতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য ইশতেহারে উপকূলের জন্য পৃথক অনুচ্ছেদ উল্লেখ করার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগে নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সদস্য শেখর দত্ত।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুশীল শুভ রায় বলেন, যারা ক্ষমতায় থাকে শুধুমাত্র তাদের ইশতেহার বাস্তবায়ন হয়। বিরোধী দলগুলোর ইশতেহার গুরুত্ব দেওয়া হয় না। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অঞ্চলভিত্তিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আর কয়লা ভিত্তিক বিদুৎ কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের জন্য হুমকি। আগামী কয়েক বছরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হবে। ফলে এসব প্রকল্প বন্ধ করতে হবে। 

গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, যে দেশে নির্বাচন হয় না, সেই দেশে ইশতেহার দিয়ে কি হবে? বিদেশ থেকে ভিক্ষা করে আমরা জলবায়ু তহবিল আনছি। কিন্তু সেই তহবিলের টাকা লুটপাট হয়ে যাচ্ছে। আজকে নদী-সাগর-পাহাড়ও দখল করছে রাজনৈতিক নেতারা।

সংলাপে মূল প্রবন্ধে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল বলেন, জীবনের তাগিদে মানুষ উপকূল ত্যাগ করছে। দীর্ঘমেয়াদী এ সংকট মোকাবেলায় দরকার রাজনৈতিক প্রতিশ্রুতি ও উদ্যোগ।

সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে সংলাপের আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির কেন্দ্রীয় সদস্য মানবেন্দ্র দেব, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রী সদস্য মোস্তফা আলমগীর রতন ও সাব্বাহ আলী খান কলিন্স, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ওয়াটারকিপার্স-বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, একশনএইড বাংলাদেশের ব্যবস্থাপক নাজমূল আহসান, প্রানের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ।

আরও পড়ুন