ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

প্রতিনিধি সমাবেশে বক্তারা

স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১% ভোটারের স্বাক্ষর বাতিল দাবি

স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১% ভোটারের স্বাক্ষর বাতিল দাবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৫:২৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৫:২৬

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের আগাম স্বাক্ষরের বিধান বাতিলের দাবি জানিয়েছে স্বতন্ত্র প্রার্থী অধিকার রক্ষা পরিষদ।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিনিধি সমাবেশে সংগঠনের নেতারা বলেছেন, এ বিধান অগণতান্ত্রিক এবং ভোটের গোপনীয়তা ফাঁসের কূটকৌশল। অবিলম্বে এ বিধান বাতিল করতে হবে।

সংগঠনের আহ্বায়ক মোস্তফা আল ইহযায বলেন, বড় রাজনৈতিক দলগুলোর প্রতি সাধারণ মানুষ আস্থা হারিয়েছে। নির্বাচন ব্যবস্থার ওপর বিশ্বাস নেই। কারণ, এখানে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক নিয়ম রাখা হয়েছে। এতে ভোটাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক রুবেলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান সিরাজুল হক, জাতীয় স্বাধীনতা পার্টির মিজানুর রহমান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক ভাসানী, জনমত পার্টির প্রধান সুলতান জিসান উদ্দিন, গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ হাওলাদার, গণফ্রন্টের শরিফুল ইসলাম, বিদেশ প্রত্যাগত প্রবাসী কল্যাণ দলের চেয়ারম্যান আবু আহমদ ভূঞা, বাংলাদেশ গ্রিন মুভমেন্ট পার্টির চেয়ারম্যান বশির আহমেদ, তৃণমূল লীগের শাহনাজ হোসেন, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টির শহীদুন্নবী ডাবলু, ন্যাশনাল আওয়ামী পার্টির স্বপন কুমার সাহা প্রমুখ।

আরও পড়ুন

×