ফকিরাপুল
সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ১০:৩৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ১২:৩৯
রাজধানীর ফকিরাপুলে বিএনপির সঙ্গে সংঘর্ষে পারভেজ (৩২) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।
শনিবার বিকাল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
তিনি বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত এক কনস্টেবলকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।