ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপির সমাবেশ কেন্দ্র করে বিজিবি মোতায়েন করা হয়। ছবি: মাহবুব হোসেন নবীন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ১৬:৫৩ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ১৬:৫৯

রাজধানী ঢাকায় নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, রাজধানীতে আজ (শনিবার) রাতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এর মধ্যে রমনায় এক প্লাটুন, মতিঝিলে দুই ও পল্টনে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সচিবালয়ে দুই প্লাটুন ও প্রধান বিচারপতির বাসভবনে চার প্লাটুন বিজিবি সারারাত ডিউটিতে থাকবে।

যোগাযোগ করা হলে বিজিবি সদর দপ্তরের এক কর্মকতা সমকালকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আগামীকালও বিজিবি মোতায়েন করা হবে। তবে কত প্লাটুন বিজিবি ডিউটিতে থাকবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে আজ দুপুরে ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল এলাকায় বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।

whatsapp follow image

আরও পড়ুন

×