এপিএ বাস্তবায়ন: শীর্ষে বিদ্যুৎ বিভাগ, পিছিয়ে পরিকল্পনা বিভাগ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩ | ০০:৫০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ | ০০:৫০
গত অর্থবছরে (২০২২-২৩) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে বিদ্যুৎ বিভাগ। অন্যদিকে সবচেয়ে পিছিয়ে রয়েছে পরিকল্পনা বিভাগ। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ ‘মন্ত্রণালয় ও বিভাগমূহের ২০২২-২৩ অর্থবছরের এপিএ’র ফলাফল’ প্রকাশ করেছে।
ফলাফল অনুযায়ী, ১০০-এর মধ্যে ৯৯ দশমিক ৯৬ নম্বর পেয়ে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে এপিএ বাস্তবায়নে প্রথম হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। ৮৮ দশমিক ০৬ নম্বর পেয়ে তালিকার একেবারে তলানিতে রয়েছে পরিকল্পনা বিভাগ। গত অর্থবছরে এপিএ বাস্তবায়নের শীর্ষে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয় এবার রয়েছে দ্বিতীয় অবস্থানে।
গত অর্থবছর তালিকায় সবার নিচে (৭৬ দশমিক ৩২ নম্বর) ছিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এবার ৪৭তম অবস্থানে (৯১ দশমিক ৭২ নম্বর) এসেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
গত অর্থবছরে (২০২২-২৩) ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের প্রাপ্ত নম্বরের গড় ৯৫ দশমিক ৭৫ শতাংশ। এর আগের অর্থবছরে (২০২১-২২) যা ছিল ৯২ দশমিক ০১ শতাংশ।
আগামী এক বছর মন্ত্রণালয় ও বিভাগগুলো কী কাজ করবে, সেই কাজের একটি অঙ্গীকারনামা হচ্ছে এপিএ বা বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি। বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রতিনিধি হিসেবে সিনিয়র সচিব ও সচিবরা সই করেন। মন্ত্রণালয় ও বিভাগগুলো অধীন দপ্তর/সংস্থাগুলোর সঙ্গে এপিএ করে থাকে।
বছর শেষে মূল্যায়ন হয় এই চুক্তির। চুক্তি অনুযায়ী বাস্তবায়ন পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন জাতীয় কমিটি মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নম্বর দিয়ে থাকে। এপিএ বাস্তবায়নে সেরা ১০টি মন্ত্রণালয় ও বিভাগকে সম্মাননা দেওয়া হয়। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি এবং গতিশীলতা আনতে সরকার কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি চালু করে।
এই চুক্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের কৌশলগত উদ্দেশ্য (৭০ নম্বর), শুদ্ধাচার পরিকল্পনা (১০ নম্বর), ই-গভর্নেন্স কর্মপরিকল্পনা (১০ নম্বর), জিআরএস কর্মপরিকল্পনা (৪ নম্বর), সিটিজেন চার্টার কর্মপরিকল্পনা (৩ নম্বর), তথ্য অধিকার কর্মপরিকল্পনা (৩ নম্বর) সূচক রয়েছে।
২০১৪-১৫ অর্থবছর থেকে সব মন্ত্রণালয়/বিভাগ এপিএ সই করছে। পরবর্তী সময়ে ২০১৫-১৬ অর্থবছরে মন্ত্রণালয়/বিভাগের সঙ্গে অধীন দপ্তর/সংস্থার এপিএ সই শুরু হয়। ২০১৬-১৭ অর্থবছরে বিভাগীয়, আঞ্চলিক এবং জেলা পর্যায়ের অফিসগুলো এপিএ’র আওতায় আনা হয়। সব শেষে ২০১৭-১৮ অর্থবছরে উপজেলা পর্যায়ের অফিসে এপিএ সম্প্রসারিত হয়।
সেরা ১০-এ আছে যেসব মন্ত্রণালয়-বিভাগ
বিদ্যুৎ বিভাগ ৯৯ দশমিক ৯৬ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে। গত বছর বিদ্যুৎ বিভাগ দ্বিতীয় অবস্থানে ছিল। এবার ৯৯ দশমিক ৮৫ শতাংশ নম্বর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় দ্বিতীয় এবং ৯৯ দশমিক ৪৩ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
৯৯ দশমিক ১৩ শতাংশ নম্বর পেয়ে পানিসম্পদ মন্ত্রণালয় চতুর্থ, ৯৯ দশমিক ০১ শতাংশ নম্বর পেয়ে কৃষি মন্ত্রণালয় পঞ্চম, ৯৮ দশমিক ৮৩ নম্বর পেয়ে সেতু বিভাগ ষষ্ঠ, ৯৮ দশমিক ৪৫ নম্বর পেয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সপ্তম, ৯৮ দশমিক ৪১ নম্বর পেয়ে যৌথভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় অষ্টম হয়েছে। ৯৮ দশমিক ৩৬ নম্বর পেয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নবম এবং ৯৮ দশমিক ২৫ নম্বর পেয়ে অর্থ বিভাগ দশম অবস্থানে রয়েছে।
অন্যান্য মন্ত্রণালয়-বিভাগের অবস্থান
এপিএ বাস্তবায়নে পর্যায়ক্রমে স্থান করে নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (৯৮ দশমিক ১৯ নম্বর), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় (৯৭ দশমিক ৯১), শিল্প মন্ত্রণালয় (৯৭ দশমিক ৮৫), রেলপথ মন্ত্রণালয় (৯৭ দশমিক ৫৮), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (৯৭ দশমিক ৫১), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (৯৭ দশমিক ৪৩), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (৯৭ দশমিক ৩৫), সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় (৯৭ দশমিক ৩০), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (৯৬ দশমিক ৭৬), স্থানীয় সরকার বিভাগ (৯৬ দশমিক ৭৪), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (৯৬ দশমিক ৭২), পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় (৯৬ দশমিক ৫৭), লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ (৯৬ দশমিক ৫৪), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ (৯৬ দশমিক ৩৯), ধর্মবিষয়ক মন্ত্রণালয় (৯৬ দশমিক ৩০), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (৯৬ দশমিক ২৩), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (৯৬ দশমিক ০৭), নৌ-পরিবহন মন্ত্রণালয় (৯৬ দশমিক ০৬), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (৯৫ দশমিক ৭০)।
বাণিজ্য মন্ত্রণালয় (৯৫ দশমিক ৪৮), সুরক্ষা সেবা বিভাগ (৯৫ দশমিক ৩৭), সমাজকল্যাণ মন্ত্রণালয় (৯৫ দশমিক ০৫), স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ (৯৪ দশমিক ৯৮), ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (৯৪ দশমিক ৮৯), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় (৯৪ দশমিক ৬৩), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (৯৪ দশমিক ৬১), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (৯৪ দশমিক ৫২), বস্ত্র ও পাট মন্ত্রণালয় (৯৪ দশমিক ৪৯), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় (৯৪ দশমিক ৪০), জননিরাপত্তা বিভাগ (৯৪ দশমিক ২৫), আইন ও বিচার বিভাগ (৯৩ দশমিক ৮৪), স্বাস্থ্য সেবা বিভাগ (৯৩ দশমিক ৪৪), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (৯৩ দশমিক ১৪), পররাষ্ট্র মন্ত্রণালয় (৯৩ দশমিক ১০), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (৯২ দশমিক ৮১), প্রতিরক্ষা মন্ত্রণালয় (৯২ দশমিক ০১), মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় (৯১ দশমিক ৭২), ভূমি মন্ত্রণালয় (৯০ দশমিক ৩৯), যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (৯০ দশমিক ২৬), পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় (৮৮ দশমিক ৪৮) এবং পরিকল্পনা বিভাগ (৮৮ দশমিক ০৬)।
- বিষয় :
- এপিএ
- বিদ্যুৎ বিভাগ
- পরিকল্পনা বিভাগ