ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

উজিরপুরে মাছের সঙ্গে শত্রুতা

উজিরপুরে মাছের সঙ্গে শত্রুতা

প্রায় ৩ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ০৬:০১ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ১২:১২

বরিশালের উজিরপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ১ নভেম্বর ভোররাতে উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘের মালিক নাজমুল হক মাস্টার হস্তিশুন্ড গ্রামের এম. ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তার ঘরে এই বিষ প্রয়োগ করা হয়েছে। তিনি বলেন, বুধবার ভোররাতে আমার ঘেরে বিষ প্রয়োগ করে। এতে প্রায় ৩ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে। ঘেরের মধ্যে কীটনাশকের বোতল ভাসতে দেখা গেছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন