ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

আজ ঢাবি ভিসির দায়িত্ব নেবেন মাকসুদ কামাল

আজ ঢাবি ভিসির দায়িত্ব নেবেন মাকসুদ কামাল

মাকসুদ কামাল। ছবি-সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ০১:২১ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ | ০৭:২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের মেয়াদ শেষ হয়েছে গতকাল শুক্রবার। শনিবার উপাচার্য হিসেবে দায়িত্ব নেবেন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ঢাবির ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। উপাচার্য কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর মাকসুদ কামাল ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। উভয় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

অধ্যাপক আখতারুজ্জামান ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হন। পরে ২০১৯ সালের ৩ নভেম্বর তাঁকে চার বছরের জন্য পূর্ণকালীন উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন