নির্বাচন কমিশনের মুখপাত্র হলেন সচিব জাহাংগীর আলম
মো. জাহাংগীর আলম। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০৫:১৪ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১১:১৪
নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয়ে গণমাধ্যম প্রতিনিধিদের ব্রিফ করতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমকে কমিশনের মুখপাত্র মনোনীত করা হয়েছে।
রোববার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩) এর আলোকে কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের প্রতিনিধিদের ব্রিফ দেওয়ার জন্য ইসি সচিবালয়েরর সচিবকে কমিশন কর্তৃক মনোনীত করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে সচিব গণমাধ্যমকে ব্রিফ করবেন এবং তিনি কমিশনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।