ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

বিএনপি নেতা হাবিবের অবস্থান জানতে চান হাইকোর্ট

বিএনপি নেতা হাবিবের অবস্থান জানতে চান হাইকোর্ট

বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১৪:২২ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ২০:২২

উচ্চ আদালতের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করার ঘটনায় তলবে হাজির হননি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব। এ অবস্থায় পুলিশের সঙ্গে কথা বলে আগামীকাল বুধবার তাঁর অবস্থান জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই বক্তব্য উপস্থাপনের পর গত ১৫ অক্টোবর হাইকোর্ট বেঞ্চ রুলসহ আজ হাবিবকে তলব করেন। কিন্তু তিনি বা তার কোনো প্রতিনিধি আদালতে হাজির হননি।

এরপর আদালত বলেন, তিনি (হাবিব) বাইরে থেকে আদালতে না এলে এক কথা, আর ভেতরে (কারাগার) গিয়ে না আসতে পারলে আরেক কথা।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, অবমাননাকর বক্তব্য দেওয়ার পর হাবিবকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশনা ছিল। এ আদেশের কপি তার স্ত্রী গ্রহণ করেন। কিন্তু তিনি আজ আদালতে হাজির হননি। এ কারণে আদালত হাবিবের অবস্থান নিশ্চিত করার ওই নির্দেশ দিয়েছেন।

পরবর্তী আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন আদালত। বিটিআরসি অবমাননাকর বক্তব্য অপসারণ করেছে বলে জানান তিনি।

আরও পড়ুন