দিল্লিতে পররাষ্ট্র সচিবের বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হবে না
মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী। ছবি-সংগৃহীত
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ০০:৩৬
নির্বাচনের আগে বাংলাদেশ ও ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হবে না বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এ বৈঠকে। অনেক দেশের সঙ্গে আমরা এ বৈঠক করি। এটি নিয়মিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক (এফওসি)।
এ বৈঠকে রাজনীতি নিয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় না। এখানে রাজনৈতিক আলাপ খুব কম হবে।’ দুই দেশের প্রধানমন্ত্রীর বিগত বৈঠকের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচন নিয়ে আলাপ তো হয়েই গেছে। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী আলাপ করে ফেলেছেন। ভারত চায়, বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতি বা প্রক্রিয়াটা সমুন্নত থাকুক। ভারত এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়। বাংলাদেশও তাই চায়।
তবে এ বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি উঠবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকরা। প্রধানমন্ত্রীর সঙ্গে রোববার ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ নিয়ে প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, বৈঠক হয়েছে।
আগামী বৃহস্পতিবার দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। আগামী শুক্রবার দিল্লিতে এ বৈঠক হতে পারে।
চলতি বছর ভারত-বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় এফওসি বৈঠক হতে যাচ্ছে। এর আগে গত ফেব্রুয়ারিতে দুই দেশের এ বৈঠক হয়। সাধারণত প্রতিবছর একবার দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি হয়ে থাকে। তবে গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে বছরে একাধিকবার এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
নাম না প্রকাশের শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কূটনীতিক বলেন, সাম্প্রতিক বছরগুলোতে প্রতি নির্বাচনের আগে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি বৈঠক হচ্ছে। ২০১৪ সালে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকা সফর করেছিলেন। এ ছাড়া ২০১৮ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক দিল্লি সফর করেছিলেন।