ঢাকা শনিবার, ২১ জুন ২০২৫

ডেঙ্গুতে এক দিনে আরও ৩ মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে আরও ৩ মৃত্যু

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩ | ২২:১৫

দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে মশাবাহিত রোগে মৃত্যু হয়েছে তিনজনের। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৮ জন। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ৩ লাখ ৮ হাজার ১৬৭।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত এক দিনে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ২১৭ জন ঢাকা মহানগরে এবং ৭৫৪ জন দেশের অন্যান্য হাসপাতালে। এই সময়ে মৃতদের মধ্যে ঢাকায় ১ জন এবং ঢাকার বাইরে দু’জন। এ বছর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার ১ লাখ ৭ হাজার ৭৯ জন এবং ঢাকার বাইরের ২ লাখ ১ হাজার ৮৮ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৯২৬ জন ঢাকায় মারা গেছেন। বাকি ৬৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে। রোববার সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৩ হাজার ৫৯৫ রোগী।

মাসের হিসাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬, মার্চে ১১১, এপ্রিলে ১৪৩, মে মাসে ১ হাজার ৩৬, জুনে ৫ হাজার ৯৫৬, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬, আগস্টে ৭১ হাজার ৯৭৬, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন। নভেম্বরে রোববার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৯৯২ রোগী। ডেঙ্গুতে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ২, মে মাসে ২, জুনে ৩৪, জুলাইয়ে ২০৪, আগস্টে ৩৪২, সেপ্টেম্বরে ৩৯৬ এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়। নভেম্বরের ২৬ দিনে মারা গেছেন ২৫০ জন।

আরও পড়ুন

×