মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতাল
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর পর আইসিইউতে নেওয়ার পরামর্শ

ছবি: সংগৃহীত
মিটফোর্ড প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩ | ০১:১১
রাজধানীর কোতোয়ালি থানা এলাকার মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতালে অস্ত্রোপচারের সময় তাপস চন্দ্র দাস (৩৫) নামে এক রোগী মারা গেছেন।মৃত্যুর পরও চিকিৎসক তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তির পরামর্শ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
তাপস দাস দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়া দেওয়ান বাড়ির জিতিশ চন্দ্র দাসের ছেলে। তিনি ইন্টারনেট ব্যবসা করতেন। তাঁর দুটি পুত্র সন্তান রয়েছে।
তাপসের শাশুড়ি ঝর্ণা রানী সরকারের অভিযোগ, তাঁর পিত্তথলিতে পাথর হয়েছিল। অস্ত্রোপচারের জন্য গতকাল তাঁকে মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতালে নেন স্বজনরা। অস্ত্রোপচার কক্ষে নেওয়ার পর দুপুর ১২টার দিকে তাপসের মৃত্যু হয়। এরপরও তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তির পরামর্শ দেন চিকিৎসক খন্দকার এ বি এম আব্দুল্লাহ আল হাছান।
এ বিষয়ে ডা. আব্দুল্লাহ বলেন, ‘অপারেশন ২০ মিনিটে করে ফেলেছি। কিন্তু অচেতন (অ্যানেস্থেসিয়া) করার পর আর জ্ঞান ফেরেনি। তাঁকে অচেতন করেছিলেন অ্যানেস্থেসিয়ালজিস্ট মোশাররফ হোসেন।’
এ বিষয়ে কথা বলার জন্য ডা. মোশাররফের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
তবে হাসপাতালের চেয়ারম্যান আমিনুল হক জুয়েল বলেন, ‘অস্ত্রোপচারের জন্য অচেতন করার পর ওই রোগীর জ্ঞান ফেরেনি। দুর্ঘটনা তো দুর্ঘটনাই। এর কোনো ব্যাখ্যা নেই।’ নিয়ম মেনে হাসপাতাল স্থাপন ও নির্ধারিত মান অনুযায়ী অপারেশন থিয়েটার পরিচালনা করা হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘শতভাগ মানা সম্ভব হয় না।’
কোতোয়ালি থানার ওসি শাহিনুর রহমান জানান, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনরা এখনও লিখিত অভিযোগ দেননি। তবে খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ পার্শ্ববর্তী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। আজ সোমবার ময়নাতদন্তের পর স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।