- বাংলাদেশ
- ২০ লাখ মানুষের সামাজিক নিরাপত্তা ভাতা বিকাশে
২০ লাখ মানুষের সামাজিক নিরাপত্তা ভাতা বিকাশে

সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বিকাশের এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রদেয় ভাতা উপকারভোগীদের কাছে বিকাশের মাধ্যমে সহজেই পৌঁছে যাবে। ২৪টি জেলার প্রায় ২০ লাখ উপকারভোগী এ কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ত, অসচ্ছল প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীরা ভাতা পাবেন।
সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, উপকারভোগীরা বিকাশের মাধ্যমে তাদের ভাতা কোনোরকম বাড়তি খরচ ছাড়াই তুলে নিতে পারবেন।
মন্ত্রণালয়ের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সচিব মোহাম্মদ জয়নুল বারী, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ এপটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন