প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ।

সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংসদে বিলটি উত্থাপন করেন এবং এটি কণ্ঠভোটে পাস হয়।

এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে খুলনা অঞ্চলের মধ্যে যত মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট বা অন্যান্য চিকিৎসা সংক্রান্ত যেসব ইনস্টিটিউট আছে সবই শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসবে।

প্রতিটি বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ মেডিকেল বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হলে দেশে এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা হবে পাঁচটি।

অন্যান্য মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর আইনের সঙ্গে মিল রেখে এই বিলটি তৈরি করা হয়েছে।

রাষ্ট্রপতি প্রস্তাবিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হবেন।

বিলে গবেষণা, উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবার মানসমূহ এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা, বিল, এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরে গত ১৯ জানুয়ারি সংসদে এটি উত্থাপন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বিলটি উত্থাপন করলে এটিকে আরও যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।