রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ভবঘুরে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ীদের বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। এ দাবিতে সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছে নারীমুক্তি কেন্দ্র, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও প্রীতিলতা ব্রিগেড।

গত শনিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিকেলে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করে নারীমুক্তি কেন্দ্র ও ছাত্রফ্রন্ট। সংগঠন দুটির পক্ষে ওই কিশোরীর ময়নাতদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং পুরো ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। নারীমুক্তি কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক তসলিমা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি জয়দীপ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার এবং ঢাকা নগর শাখার দপ্তর সম্পাদক নওশীন সাথী।

বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটলেও রহস্যজনক কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নীরব। অথচ এই শহীদ মিনারে সন্ধ্যার সময় দর্শনার্থীদের বের করে দেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সক্রিয় ভূমিকা দেখা যায়। পুলিশও এক ভবঘুরেকে ধরে তার স্বীকারোক্তি নিয়ে দায়িত্ব শেষ করেছে। এ সময় তারা নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

একই দাবিতে শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে নারী সংগঠন প্রীতিলতা ব্রিগেড। রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী শ্রাবণ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রীতিলতা ব্রিগেডের সংগঠক অর্নী আনজুম, ঢাকা মহানগরের সংগঠক রাইসা আমিন, আদৃতা রায়, নটর ডেম কলেজের শিক্ষার্থী মাশরুরু ফাইয়াজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তামজীদ হায়দার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি মিখা পিরুগে, ঢাকা মহানগর সংসদের সভাপতি তাহসীন মল্লিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ। এর আগে টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা।