গত বছর বিজয় দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকৃত জাতীয় পতাকা নিয়ে ছবি তোলার ঘটনায় উপাচার্যের মাধ্যমে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ১৯ শিক্ষক ও কর্মকর্তা। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক অধ্যাপক ড. মো. নাজমুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৭৫তম বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী অপ্রত্যাশিত ওই ঘটনার জন্য ওই শিক্ষক-কর্মকর্তাদের চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে এবং দেশ ও জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তারা প্রত্যেকে ক্ষমা চেয়ে উপাচার্যের কাছে লিখিত বক্তব্য দিয়েছেন। 

বক্তব্য দেওয়া শিক্ষক-কর্মকর্তারা হলেন- বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের প্রধান অধ্যাপক আরএম হাফিজুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. মোরশেদ হোসেন, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক পরিমল চন্দ্র বর্মণ, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. নুর আলম সিদ্দিক, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহজামান, পরিসংখ্যান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. রশীদুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান মো. ছদরুল ইসলাম সরকার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার সরকার, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক চালর্স ডারউইন, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ-উল-হাসান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাম প্রসাদ বর্মণ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামীম হোসেন, রসায়ন বিভাগের মোস্তফা কাইয়ুম শারাফাত, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আবু সায়েদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. রহমতুল্লাহ্‌, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী এবং পরিসংখ্যান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) শুভঙ্কর চন্দ্র সরকার।