অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ও সব পর্যায়ে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে রাজাকার শাহ আজিজ, আবদুল আলিম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মন্ত্রী বানিয়ে জাতীয় পতাকার অবমাননাকারীদের বিচার দাবি করেছেন তারা।

শনিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত সমাবেশে এই দাবি জানান মুক্তিযোদ্ধারা। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক যুগ্ম মহাসচিব শরীফ উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান কমান্ডার এম এ রশীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডের মহাসচিব আনোয়ার হোসেন পাহাড়ি বীরপ্রতীক, হারুনুর রশীদ জিল্লুর, কমান্ডার শামসুজ্জামান বাবুল, কমান্ডার আবুল বাশার, জামাল খান ও মুক্তিযোদ্ধা মহিলা কমান্ডের সভাপতি পারভীন রশীদ প্রমুখ।