দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা মারা গেছেন। বুধবার সকালে সিঙ্গাপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে পলক জানান, লুনা শামসুদ্দোহা বুধবার সকালে সিঙ্গাপুরে কোলন ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

লুনা শামসুদ্দোহা বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির (বিডব্লিআইটি) প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। এ ছাড়া জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি।

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী পলক লিখেছেন, ডিজিটাল বাংলাদেশের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি একেবারে প্রথম থেকে নিরলস ভাবে কাজ করে গেছেন। সরকারের ই-জিপি সিস্টেমসহ আরো অন্যান্য প্রকল্পে ওনার গুরুত্বপূর্ণ অবদান অস্বীকার্য।

তিনি আরও লিখেছেন, দেশের অর্থনীতিতে অবদানের জন্য লুনা শামসুদ্দোহা ২০১৭ সালে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং একজন নারী উদ্যোক্তা হিসাবে স্থানীয় সফটওয়্যার শিল্পে কাজের জন্য অনন্যা টপ টেন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন।

বিষয় : লুনা শামসুদ্দোহা দোহাটেক নিউ মিডিয়া

মন্তব্য করুন