'বঙ্গবন্ধু শিক্ষা বীমা' বাস্তবায়নের জন্য প্রাথমিকের শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার। দেশের প্রতিটি জেলা থেকে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় বাছাই করে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর তথ্য আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠাতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।

অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের তথ্য হিসেবে ই-মেইলে (dpeadbidda@gmail.com) নির্ধারিত ছকে শিক্ষার্থীর নাম, জন্মতারিখ, পিতা/অভিভাবকের নাম ও জন্মতারিখ, পিতা/অভিভাবকের এনআইডি, পিতা/অভিভাবকের মোবাইল ফোন নম্বর, পিতা/অভিভাবকের ব্যাংক হিসাব নম্বর এবং শিক্ষার্থীর বর্তমান ঠিকানা চাওয়া হয়েছে।