- বাংলাদেশ
- দুর্নীতিরোধে একুশের চেতনা ধারণ করুন: দুদক চেয়ারম্যান
দুর্নীতিরোধে একুশের চেতনা ধারণ করুন: দুদক চেয়ারম্যান

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ
দুর্নীতি প্রতিরোধে একুশের চেতনাকে ধারণ করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় চেয়ারম্যান দেশের মানুষের প্রতি এ আহ্বান জানান। কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে রোববার ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বলা হয়, তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। আজকের বাংলাদেশ তাদেরই স্বপ্ন ছিল।
ইকবাল মাহমুদ বলেন, ভাষা আন্দোলনের স্রোতধারায় আমরা স্বাধীনতা পেয়েছি। একুশ হচ্ছে একটি চেতনার নাম, যা স্বাধীনতার পথ দেখিয়েছে। এ চেতনা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও গণমানুষের মুক্তির পথ দেখায়। তিনি আরও বলেন, একুশের চেতনাকে ধারণ করে সব ক্ষেত্রে দুর্নীতিকে না বলতে হবে। সবাইকে দুর্নীতিমুক্ত থাকতে হবে, যার যার প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত রাখতে হবে। একই সঙ্গে অন্য প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত রাখতে সচেষ্ট হতে হবে। তিনি আরও বলেন, আসুন আমরা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিকভাবে দুর্নীতি প্রতিরোধে একুশের চেতনাকে ধারণ করি।
সভায় দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, বাংলা ভাষার সর্বজনীন ব্যবহার কার্যকর করা জরুরি। শুদ্ধ বানান ব্যবহারের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন। বাংলা ভাষার বিকৃত উচ্চারণ আগামী প্রজন্মকে প্রভাবিত করে, যা অত্যন্ত নেতিবাচক দিক।
দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ১৯৪৭ সালে দেশভাগের সময়ই বাংলা ভাষার প্রতি বঞ্চনার বীজ বপন করা হয়েছিল। পশ্চিম পাকিস্তানিরা তৎকালীন পূর্ব পাকিস্তানের ভাষাগত স্বতন্ত্র বিলোপ করতে চেয়েছিল। এ জন্য তারা বাংলা ভাষার প্রতি আক্রমণ চালিয়েছিল। এই দেশে জন্ম নিয়ে, এই দেশের আলো-বাতাসে বড় হয়ে এই দেশের ভাষায় কথা বলে কেউ সংখ্যালঘু হতে পারে না।
এ আলোচনা সভায় দুদকের প্রতিরোধ ও গবেষণা উইংয়ের মহাপরিচালক এ কে এম সোহেল, সবন্বিত জেলা কার্যালয় খুলনার পরিচালক মঞ্জুর মোর্শেদ ও সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপপরিচালক জাকারিয়া ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন।
মন্তব্য করুন