- বাংলাদেশ
- রত্নগর্ভা মা নির্মলা রানী রায়ের শেষকৃত্য সম্পন্ন
রত্নগর্ভা মা নির্মলা রানী রায়ের শেষকৃত্য সম্পন্ন

রত্নগর্ভা মা নির্মলা রানী রায়
সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক অমরেশ রায়ের রত্নগর্ভা মা নির্মলা রানী রায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে স্বর্গীয়ার শ্বশুরবাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর গ্রামের শৈলডাঙ্গী মহাশ্মশানে তাকে দাহ করা হয়।
এ সময় নির্মলা রানী রায়ের ছয় ছেলে ও আত্মীয়স্বজন ছাড়াও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম তারিক, একতারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হবিবুর রহমান হবি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকালে স্বর্গীয়ার ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসায় নির্মলা রানী রায়ের মরদেহে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন দল ও সংগঠনের নেতারা।
ফুলেল শ্রদ্ধা জানান ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ ও ই খালেক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মৃধা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা ও রোটারি ক্লাব অব ফরিদপুরের নেতারা।
নির্মলা রানী রায়ের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরামের সভাপতি এস এম জিহাদুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ এবং ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক আছাদুজ্জামান।
রত্নগর্ভা মা নির্মলা রানী রায় গত শুক্রবার রাত ৮টায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে পরলোক গমন করেন।
মন্তব্য করুন