- বাংলাদেশ
- চীন ও দক্ষিণ আফ্রিকায় করোনার নকল টিকা জব্দ
চীন ও দক্ষিণ আফ্রিকায় করোনার নকল টিকা জব্দ

চীন এবং দক্ষিণ আফ্রিকা থেকে কয়েক হাজার ডোজ করোনার নকল টিকা জব্দ করেছে ইন্টারপোল।
বুধবার ইন্টারপোলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর এএফপির
বিবৃতিতে বলা হয়, জোহাহেন্সবার্গে ২ হাজার ৪ ডোজ নকল টিকা জব্দ করা হয়েছে। সেখান থেকে চীনের তিনজন এবং জাম্বিয়ান একজন নাগরিককে আটক করা হয়েছে।
এদিকে চীনে নকল টিকা তৈরির একটি বড় নেটওয়ার্কের খোঁজ পেয়েছে ইন্টারপোল। নকল টিকা তৈরির সেই নেটওয়ার্ক ১৯৪টি দেশে কাজ করছে।
চীনে অভিযান চালিয়ে ৮০ জনকে আটক করা হয়েছে এবং তিন হাজার নকল টিকা জব্দ করা হয়েছে।
ইন্টারপোল বিবৃতিতে জানিয়েছে, নকল টিকা উৎপাদনকারীরা অনলাইনে টিকা বিক্রি করছে। সহজেই মানুষ আকৃষ্ট হচ্ছে।
বৈধ কোনো টিকা এখন পর্যন্ত অনলাইনে কোনো দেশেই বিক্রি হচ্ছে না বলে সাবধান করে দিয়েছে ইন্টারপোল।
মন্তব্য করুন