- বাংলাদেশ
- জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাদের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাদের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনারা -আইএসপিআর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৩৯ জন ভারতীয় সেনা সস্ত্রীক বাংলাদেশে এসেছেন। পরে শুক্রবার তারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে ভারতীয় প্রতিনিধি দলটি মহান মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইলের কালিহাতী এলাকার প্যারা ড্রপিং সাইট পরিদর্শনসহ মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। সফর শেষে তারা ২৯ মার্চ ভারতে ফিরবেন।
মন্তব্য করুন