- বাংলাদেশ
- রাষ্ট্রপতির সঙ্গে মোদির সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে মোদির সাক্ষাৎ

শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: ফোকাস বাংলা
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার সন্ধ্যা ৭টায় মোদি বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৈঠক করেন তারা।
সাক্ষাৎ শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন নরেন্দ্র মোদি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দু'দিনের সফরে শুক্রবার ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মন্তব্য করুন