- বাংলাদেশ
- এস কে সুর ও শাহ আলমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
এস কে সুর ও শাহ আলমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

এস কে সুর চৌধুরী ও মো. শাহ আলম (ডানে)
পি কে হালদারের দুর্নীতির অন্যতম সহযোগী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর) ও বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলমসহ আটজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ নিষেধাজ্ঞা দেন বলে দুদক সূত্রে জানা গেছে।
জানা গেছে, কমিশনের অনুমোদনক্রমে এর তদন্ত কর্মকর্তা উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন পেশ করেছিলেন। দুদক আদালতের আদেশের কপি পেয়েছে বুধবার। ওই দিনই আটজনের তালিকাসহ আদেশের কপি ইমিগ্রেশন শাখায় পাঠানো হয়। একই দিন এ তালিকা দেশের সব বিমান ও স্থলবন্দরেও পাঠানো হয়।
পুলিশের ইমিগ্রেশন শাখায় দেওয়া দুদকের চিঠিতে বলা হয়, দুর্নীতি মামলার আসামি পলাতক পি কে হালদারের দুর্নীতির অভিযোগের সঙ্গে ওই আটজনের সংশ্নিষ্টতা রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ দুদকের মামলার আসামি। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, তারা ইন্টারন্যাশনাল লিজিংয়ে ঋণ জালিয়াতির মাধ্যমে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিং অপরাধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।
চিঠিতে আরও বলা হয়, দুদক গোপন সূত্রে জানতে পেরেছে এস কে সুরসহ ওই আটজন দেশ ছেড়ে পলানোর চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি হয়ে পড়েছে।
হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে বেঞ্চ সম্প্রতি এক পর্যবেক্ষণে বলেছেন, অভিযোগ অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে কাউকে বিদেশ যেতে নিষেধ করতে হলে সংশ্নিষ্ট আদালতের অনুমতি লাগবে। তারই পরিপ্রেক্ষিতে দুদক ওই আটজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছিল।
নিষেধাজ্ঞার মুখে পড়া বাকি ছয়জন হলেন এস কে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী, শাহ আলমের স্ত্রী শাহীন আক্তার শেলী, নাসরিন বেগম, ইন্টারন্যাশনাল লিজিংয়ের এভিপি আল মামুন সোহাগ, অতসী মৃধা ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ম্যানেজার অভীক সিনহা।
মন্তব্য করুন