- বাংলাদেশ
- এবার ৮৩ হাজার হেক্টর বেশি জমিতে বোরোর আবাদ: কৃষিমন্ত্রী
এবার ৮৩ হাজার হেক্টর বেশি জমিতে বোরোর আবাদ: কৃষিমন্ত্রী

ফাইল ছবি
এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৮৩ হাজার হেক্টর বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। বৃহস্পতিবার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তনা গ্রামে বোরো ধান কাটার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এ বছর প্রায় ৪৮ লাখ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল; কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪৮ লাখ ৮৩ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এ বছর বোরোতে দুই কোটি পাঁচ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
হাইব্রিড ধানের চাষ বাড়াতে এ বছর জোর দেওয়া হয় জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় প্রায় তিন লাখ হেক্টর জমিতে হাইব্রিডের আবাদ বেড়েছে। গড়ে হেক্টরপ্রতি এক টন করে বেশি ফলন হলেও কমপক্ষে তিন লাখ টন উৎপাদন বাড়বে।
সারাদেশের বোরো ধান ঘরে তুলতে পারলে করোনাকালেও দেশে খাদ্যঝুঁকি থাকবে না বলে আশা প্রকাশ করেন ড. মো. আব্দুর রাজ্জাক। বোরো ধান কাটতে সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বোরো ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে এ বছর কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ দেওয়া হয়েছে। শুধু হাইব্রিড জাতের ধানের চাষ বাড়াতে দেওয়া হয়েছে প্রায় ৭৩ কোটি টাকার প্রণোদনা। এতে কৃষকরা উৎসাহিত হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। ভার্চুয়াল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
মন্তব্য করুন