আড়াই হাজার কোটি টাকা পাচার মামলায় ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হাসান রুবেলসহ ১০ জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণের জন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার এ মামলার চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম চার্জশিট গ্রহণ না করে নতুন দিন ধার্য করেন।

গত ৩ মার্চ ঢাকা মহানগর হাকিম আদালতে দুই ভাইসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।

গত বছরের ২৬ জুন সিআইডির পরিদর্শক এসএম মিরাজ আল মাহমুদ বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় বরকত ও রুবেলের বিরুদ্ধে মামলা করেন। মামলায় দুই ভাইয়ের বিরুদ্ধে অবৈধভাবে আড়াই হাজার কোটি টাকা উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়।