- বাংলাদেশ
- লকডাউনে বন্ধ থাকবে যাত্রীবাহী লঞ্চও
লকডাউনে বন্ধ থাকবে যাত্রীবাহী লঞ্চও

ফাইল ছবি
করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার হার আশঙ্কাজনক হারে বাড়ায় দেশজুড়ে সপ্তাহব্যাপী লকডাউনের কারণে আগামী সোমবার সকাল ছয়টা থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। তবে পণ্যবাহী নৌযান চালু থাকবে।
শনিবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এ তথ্য জানিয়েছেন।
এর আগে করোনার বিরাজমান পরিস্থিতিতে সরকার সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে নিজের সরকারি বাসভবন থেকে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান তিনি।
এরপর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এক ভিডিও বার্তায় বলেন, সোমবার থেকে লকডাউনে জরুরি সেবা দেয়, এমন প্রতিষ্ঠানগুলোই শুধু খোলা থাকবে। এর বাইরে শুধু শিল্পকারখানা খোলা থাকবে। শ্রমিকেরা স্বাস্থ্যবিধি মেনে শিফট অনুযায়ী কাজ করবেন।
মন্তব্য করুন