- বাংলাদেশ
- মঈন ইস্যুতে আমাকে ‘এবিউজ’ করা হচ্ছে: তসলিমা
মঈন ইস্যুতে আমাকে ‘এবিউজ’ করা হচ্ছে: তসলিমা
অনলাইন ডেস্ক |
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১
আপডেট: ০৭ এপ্রিল ২০২১
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১ । আপডেট: ০৭ এপ্রিল ২০২১
ফাইল ছবি
ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মঈন আলীকে ‘জঙ্গি’ বলায় তাকে ‘এবিউজ’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন লেখিকা তসলিমা নাসরিন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে একথা বলেন তিনি।
তসলিমা লিখেছেন, ‘টুইটারে হাজার হাজার এবিউজ বিরোধী সেনা আমাকে এবিউজ করছে, আমার দোষ কেন আমি মঈন আলীকে 'এবিউজ' করেছি।’ তিনি আরও বলেন, ‘এর মানে মঈন আলীকে এবিউজ করা ঠিক নয়, আমাকে এবিউজ করা ঠিক। অপমান অসম্মান অত্যাচার জীবনে কম দেখিনি। যত দিন বাঁচি ততদিন দেখতে হবে জানি।’
তসলিমা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ঝাঁকে ঝাঁকে মুসলিম মৌলবাদি, ফেক বাম, আমাকে না-পড়া লোক, আমার কিছুই না জানা লোক, পঙ্গপালের মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়েছে, লক্ষ শকুন যেন জীবন্ত আমাকে খুবলে খাচ্ছে।’
তিনি লিখেছেন, ‘তাকে (মঈন) নিয়ে যদি কৌতুক করিই, তাহলে কি টুইটারের একাউন্ট উড়ে যাবে? হ্যাঁ এমনই থ্রেট এসেছে। আমাকে যারা গতকাল থেকে এবিউজ করছে, তারা তো অনেকেই শার্লি আব্দোকে সমর্থন করে। শার্লি আব্দো তো মস্করা করে বিখ্যাত লোকদের, তাহলে সেটা সমর্থন করে কিভাবে? নাকি ওরা ফরাসি বলে ওদের সমর্থন করা চলে!’
সম্প্রতি টুইটারে মঈনকে 'জঙ্গি' বলে বিতর্কে জড়ান তসলিমা। টুইটারে বিতর্কিত এই লেখিকা লিখেছেন, ‘মঈন আলী যদি ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকতেন, তবে সিরিয়ায় গিয়ে আইএসআইএস-এ যোগ দিতেন।’
তসলিমার মন্তব্যের পরপরই সমালোচনার ঝড় বয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিপক্ষে অবস্থান নেন অনেকে। কেউ কেউ তাকে নিয়ে বিতর্কিত মন্তব্যও করতে থাকেন।
বিষয় : তসলিমা নাসরিন লেখিকা তসলিমা
মন্তব্য করুন