ইংল্যান্ডের মুসলিম ক্রিকেটার মইন আলীকে কটাক্ষ করে পোস্ট করা একটি টুইট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আক্রমণের মুখে পড়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। মইনের সতীর্থ বেশ কয়েকজন ইংলিশ ক্রিকেটার টুইটারে তাদের পোস্টে তসলিমার 'মানসিক সুস্থতা' নিয়ে প্রশ্ন তুলেছেন।

তসলিমার টুইটটি নিয়ে রিপোর্ট করার জন্য টুইটার ব্যবহারকারীদের অনুরোধ করেছেন ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের দুজন সদস্য স্যাম বিলিংস এবং বেন ডাকেট। খবর বিবিসি বাংলার।

তবে বিবিসি বাংলাকে তসলিমা নাসরিন বলেছেন, টুইটটি তিনি মুছে দিলেও ওই টুইট পোস্ট করা নিয়ে কোনো অনুশোচনা তার নেই। তিনি বলেন, ব্যক্তি মইনকে নয়, 'কট্টর ইসলামকে' কটাক্ষ করতে চেয়েছেন তিনি।

ইংলিশ ক্রিকেটারদের সমালোচনার প্রসঙ্গে প্রসঙ্গে তসলিমা বলেন, 'তারা তাদের সতীর্থকে সমর্থন করছে ভালো কথা। তারা বলেছে বলে আমি টুইটটি মুছে দিয়েছি, কিন্তু তারা আমার সম্পর্কে কতদূর জানে?'

আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংস (সিএসকে) দলে খেলছেন মইন আলী। মদ তৈরির একটি কোম্পানি এবার সিএসকে দলের অন্যতম স্পন্সর। শনিবার ভারতের কয়েকটি পত্রিকায় রিপোর্ট বের হয় যে ওই কোম্পানির লোগো তার জার্সিতে ব্যবহার না করার জন্য মইন আলী সিএসকে কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন।


যদিও সিএসকে দলের প্রদান নির্বাহী কাশি বিশ্বনাথন এক বিবৃতিতে জানিয়েছেন, মইন এমন কোনো অনুরোধ করেননি। কিন্তু সোমবার মইনকে কটাক্ষ করে তার টুইটটি পোস্ট করেন তসলিমা নাসরিন। এতে তিনি লেখেন, 'ক্রিকেট না খেললে মইন আলী হয়ত সিরিয়ায় গিয়ে আইসিসে যোগ দিতেন।'

পরপরই টুইটটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। নেটিজেনদের সিংহভাগই তসলিমার ওই টুইটের সমালোচনা করেছেন। অনেকে তাকে 'মুসলিম বিদ্বেষী' বলে আক্রমণ করছেন।

দিল্লিতে বসবাসরত তসলিমা নাসরিনের সমালোচনায় এখন যোগ দিয়েছেন মইন আলী সতীর্থ ইংলিশ ক্রিকেটারদের বেশ ক'জন। প্রথম মুখ খোলেন ইংল্যান্ড জাতীয় দলের অলরাউন্ডার জফরা আর্চার।

তসলিমা তার টুইটটি পোস্ট করার প্রায় পরপরই ক্ষুব্ধ জফরা তাকে উদ্দেশ্য করে পাল্টা টুইট করেন, 'আপনি কি সুস্থ? আমার মনে হয় না আপনি সুস্থ।' জফরার ওই টুইট হাজার হাজার রি-টুইট হয়েছে।

পাশাপাশি ভারত এবং ভারতের বাইরে হাজার হাজার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী তসলিমা নাসরিনের ওই টুইটের তীব্র সমালোচনা শুরু করে যা এখনো সমানে চলছে।

জফরা আর্চারের সঙ্গে তসলিমার সমালোচনায় একে একে সামিল হন ইংল্যান্ড দলে মইনের সতীর্থ স্যাম বিলিংস এবং বেন ডাকেট। মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার রায়ান সাইডবটম এবং কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের তারকা ফাস্ট বোলার সাকিব মাহমুদ।

স্যাম বিলিংস তার ফলোয়ারদের অনুরোধ করেছেন, তারা যেন তসলিমার টুইটটি নিয়ে রিপোর্ট করেন। একই অনুরোধ করেছেন বেন ডাকেট। তিনি টুইট করেছেন, 'টুইটারের সমস্যা এটাই। মানুষ এ ধরনের কথাও সেখানে বলতে পারে। টুইটটি (তসলিমার) রিপোর্ট করুন।'

রায়ান সাইডবটম তার টুইটে তসলিমাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন, 'আমার মনে হয় আপনার দেখা উচিত আপনি সুস্থ কিনা? আপনি আপনার অ্যাকাউন্ট ডিলিট করার কথাও ভাবতে পারেন।'

এরপর মঙ্গলবার তসলিমা নতুন এক টুইট করে বলার চেষ্টা করেন যে মইনকে ব্যঙ্গ করেতেই তিনি ওই টুইটটি করেছিলেন। এই লেখিকা টুইট করেন, 'বিদ্বেষীরা ভালো করেই জানেন মইন আলীকে নিয়ে ব্যঙ্গ করেছি। কিন্তু সেটিকে কেন্দ্র করে তারা আমাকে অপমান করার চেষ্টা করছেন। কারণ আমি মুসলিম সমাজকে ধর্মনিরপেক্ষ করার চেষ্টা করছি এবং আমি কট্টর ইসলামের বিরোধিতা করি।'

ক্রিকেটার জফরা আর্চার টুইটে জবাব দিয়েছেন, 'মজা করছেন? কিন্তু কেউই হাসছে না। আপনি নিজেও বোধ হয় হাসছেন না। যেটা আপনি করতে পারেন টুইটটি মুছে ফেলতে পারেন।'

বোলার সাকিব মাহমুদ টুইট করেছেন, 'মজা করেছেন? আপনার মন অসুস্থ।'

তসলিমা নাসরিন তার সোমবারের টুইটটি মুছে দিয়েছেন। তবে বুধবার তিনি নতুন এই টুইটে কিছুটা শ্লেষের সঙ্গে বলেছেন, যারা মুক্ত চিন্তা বা মত প্রকাশের স্বাধীনতার সমর্থক তারাও তাকে আক্রমণ করছেন।