- বাংলাদেশ
- সস্ত্রীক করোনায় আক্রান্ত বদরুদ্দীন উমর
সস্ত্রীক করোনায় আক্রান্ত বদরুদ্দীন উমর

বদরুদ্দীন উমর - ফাইল ছবি
সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ও লেখক-বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর।
বৃহস্পতিবার বদরুদ্দীন উমর ও তার স্ত্রী সুরাইয়া হানমের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে নিজ বাসায় তাদের দু'জনের চিকিৎসা চলছে। বর্তমানে দু'জনের শরীরে জ্বর না থাকলেও বদরুদ্দীন উমর শ্বাসকষ্টে ভুগছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বৃহস্পতিবার রাতে সমকালকে জানান, বদরুদ্দীন উমরের বয়স ৮৯ বছর এবং তার স্ত্রী সুরাইয়া হানমের বয়স ৮৪ বছর। বয়স বিবেচনায় দু'জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা প্রয়োজন। তবে এজন্য দিনভর চেষ্টা করা হলেও বৃহস্পতিবার কোনো হাসপাতালেই বেড খালি পাওয়া যায়নি। এই কারণে আপাতত তাদের বাসায় রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বদরুদ্দীন উমর তার ও স্ত্রীর আশু রোগমুক্তি কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন।
মন্তব্য করুন