হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তারের পর ৭ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

রোববার সন্ধ্যায় গ্রেপ্তারের পর সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। পরে পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন সমকালকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে পাঁচটি মামলা হয়। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করে। পরে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।