ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

হেফাজত নেতা মুফতি শরিফ উল্লাহ রিমান্ডে

হেফাজত নেতা মুফতি শরিফ উল্লাহ রিমান্ডে

মুফতি শরিফ উল্লাহ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১ | ১০:৩৩

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানী যাত্রাবাড়ী থানার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে মামলায় বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালতে তাকে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মুফতি শরিফ উল্লাহকে মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) আজাহারুল ইসলাম মুকুল জানান, ২০১৩ সালের ৬ মে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় শরিফ উল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

মুফতি শরিফ উল্লাহ হেফাজতের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। 

আরও পড়ুন

×