ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার সভাপতি আখতার হোসেনকে আটকের প্রতিবাদে আয়োজিত সংহতি সমাবেশ প্রশাসনের বাধায় পণ্ড হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় স্ন্যাকসের (ডাস) সামনে সংহতি সমাবেশ শুরু করলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাতে বাধা দেয়। এ ছাড়া দু'জনকে আটক করার পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে টিএসসির ভাসমান দোকানিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের পর চানখারপুলের দিকে যাওয়ার সময় ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতারকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সমাবেশের আয়োজন করা হয়। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধার মুখে শেষ হয় সমাবেশটি।

ছাত্র অধিকার পরিষদ কেন্দ্র কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, সমাবেশ থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের শিববাড়ী এলাকায় বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের বিশ্ববিদ্যালয় সভাপতি রফিকুল আমিন ও ছাত্র ফেডারেশনের নেতা মোত্তাকিন মুনকে আটক করে পুলিশ। তবে আটক করার পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান শাহবাগ থানার ওসি মামুন-অর রশিদ।

ঢাবির প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী বলেন, লকডাউনে যেখানে জীবন হুমকির মুখে, সেখানে ক্যাম্পাসে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সংহতি সমাবেশে বাধা দেওয়া হয়েছে।

সংহতি সমাবেশে ছাত্র অধিকার পরিষদের আদীব, ঢাবি শাখার সহসভাপতি আসিফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন সংগঠনের প্রায় ২০ নেতকর্মী উপস্থিত ছিলেন।