হেফাজতে ইসলামের নেতা জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নায়েবে আমির।

বিষয়টি সমকালকে নিশ্চেত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে বিকেলে লালবাগ এলাকা থেকে জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলা এবং সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে সংঘটিত সহিংস ঘটনায় একই থানার একাধিক মামলার আসামি জুবায়ের আহমেদ।