
বিশ্বব্যাপী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও থেমে নেই জীববিজ্ঞান অলিম্পিয়াডের কার্যক্রম। বিগত বছরগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে ‘কাটুক আঁধার আসুক আলো’ স্লোগান সামনে রেখে আগামী শুক্রবার দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে বিডিবিও-সমকাল অনলাইন আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব।
এ অলিম্পিয়াডের পরীক্ষা বাংলাদেশ সময় সোয়া ১১টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১২টায়। যেসব শিক্ষার্থী ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, শুধু তারাই এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপসহ ইন্টারনেট সংযোগবিশিষ্ট যেকোনো ডিভাইস ব্যবহার করে এ পরীক্ষায় অংশ নেওয়া যাবে।
দেশজুড়ে ১২টি অঞ্চলের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন। পরীক্ষার পরের দিন অর্থাৎ ২৪ এপ্রিল শনিবার লাইভ অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে এর ফলাফল ঘোষণা করা হবে। এ জন্য চোখ রাখুন সমকাল ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের ফেসবুক পেজে।
জীববিজ্ঞান উৎসব আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণদের নিয়ে আগামী ৭ মে শুক্রবার বিডিবিও-সমকাল অনলাইন জাতীয় জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে। সেখান থেকে বাছাই করা শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকটি ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে চারজনকে নির্বাচিত করা হবে।
এই চার শিক্ষার্থী আগামী ১৮ থেকে ২৩ জুলাই অনুষ্ঠেয় অনলাইন আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড চ্যালেঞ্জে বাংলাদেশ জাতীয় জীববিজ্ঞান দলের হয়ে বিশ্বের প্রায় ৯০টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করবেন। জীববিজ্ঞান বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ দল গত তিনবছর ধরে এক টানা ব্রোঞ্জ পদক জয় করেছে। এবারও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে আশাবাদী সংশ্লিষ্টরা।
আঞ্চলিক উৎসবের পরীক্ষার লিংক: https://online-bdbo.azurewebsites.net/
বিস্তারিত জানতে ভিজিট করুন: bdbo.org/reg
মন্তব্য করুন