পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি তিন দিন। সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য এ সিদ্ধান্ত হবে। এর বাইরে কোনো প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে অতিরিক্ত ছুটি দিতে পারবে না।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

 তিনি বলেন, 'সরকারি বন্ধ তিন দিন। সরকার সিদ্ধান্ত নিয়েছে, এর অতিরিক্ত কোনো বন্ধ দেওয়া যাবে না। এর মধ্যে দুদিন শুক্র ও শনি পড়ছে। আরেক দিন বৃহস্পতিবার। 

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, 'গার্মেন্টস ও অন্যান্য প্রতিষ্ঠানও তিন দিনের বাইরে আর কোনো বন্ধ বা অতিরিক্ত ছুটি দিতে পারবে না।'

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে ঈদুল ফিতর হওয়ার কথা রয়েছে।