করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া প্রায় ৪০০ জনের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার বুয়েট'৮৯ ক্লাব লিমিটেড এর আর্থিক সহযোগিতায় এবং ঢাকা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বুড়িগঙ্গা নদীতে লোক পারাপারকারী ১০০ জন নৌকার মাঝি, ১০০ জন নরসুন্দর, ১২৫ জন জুতার কারিগর ও ৭৫ জন তৃতীয় লিঙ্গের মানুষকে এই সহায়তা দেওয়া হয়।

সার্কেল অফিসারের কার্যালয়, তেজগাঁও উন্নয়ন সার্কেল, দোলাইপাড়, ঢাকা এর অফিস মাঠে এসববিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম,  সার্কেল অফিসার, তেজগাঁও উন্নয়ন সার্কেল বীথি দেবনাথ, , ঢাকা জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা, নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) সহ ঢাকা জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

ধারাবাহিকভাবে নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জেলা প্রশাসক জানান।