- বাংলাদেশ
- জুমাতুল বিদায় মহামারি থেকে মুক্তি পেতে দোয়া
জুমাতুল বিদায় মহামারি থেকে মুক্তি পেতে দোয়া

শুক্রবার জুমাতুল বিদা অনুষ্ঠিত হয়। ছবিটি বায়তুল মোকাররম মসজিদ থেকে তোলা- ফোকাস বাংলা
ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা করোনা মহামারি থেকে মুক্তি পেতে আল্লাহর দরবারে দোয়া করেন।
করোনা থেকে মুক্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
জুমাতুল বিদার জুমায় বায়তুল মোকারমে দেড় লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকে। করোনার কারণে গত বছরর থেকে সীমিত পরিসরে হচ্ছে জুমার জামাত। তবে এ বছরে গত বছরের চেয়ে বেশি মুসল্লি জামাতে অংশ নিলেও তারা সংখ্যায় ছিলেন স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। মসজিদের মূল ভবন, পূর্ব ও দক্ষিণ চত্বরে সামাজিক দূরত্ব বজায় নামাজের কাতার করা হয়।
জাতীয় মসজিদ ছাড়াও দেশের সর্বত্রই জুমার নামাজের পর বিশেষ মোনাজাত করা হয়। জুমাতুল বিদার খুতবায় উচ্চারিত হয় 'আলবিদা, আল বিদা, ইয়া শাহরা রামাদান'। অর্থাৎ বিদায়, বিদায়, হে মাহে রমজান।
খুতবায় জাকাত দেওয়ার নিয়মকানুন সম্পর্কে আলোচনা করা হয়। বায়তুল মোকাররমে সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান দোয়া পরিচালনা করেন।
মন্তব্য করুন